অভিষেক রায়



               ধর্মজিজ্ঞাসা/কোয়ান

শিলাবৃষ্টির ভেতরে ভেসে ওঠে দুটো নির্বাপিত চোখ

হেঁটে এসে
এমারেল্ড রঙের ঘাসে

যেখানে সম্পর্কের শেষ

বুদ্ধদেব বসেন ও গাঁজা টানেন

অপার রহস্যময়তা

পরবর্তী জন্মে
দেখা হবে স্কুলফেরতার সাথে আবার

অথচ বেশিরভাগ মানুষ
তো মৃত্যুকেই মানতে চায় না

পরবর্তী শৈশবে আবার
বারান্দাময় হয়ে উঠবে ঘনস্রোত

ষাণ্মাসিক হবে শব্দরঙা বিভা

যে প্রশ্নটা করা হয়নি

করে ফেলব
প্রজ্ঞাপারমিতা-কে


         ধনি তোমাকে কি ভোলা যায়

টাইট্যানিক হারিয়েছিল গল্পভঙ্গিমায়

কুটিরশিল্পসুলভ হৃদয় যখন

সামান্য স্তনস্পর্শ-কে কেন্দ্র করে
লাফিয়েছিল মছলন্দপুর জুড়ে

সেখান থেকেই মাদুর পাতা
আরম্ভ হয়েছিল জীবনবত্তার

আমাকে কিছুদিন নিজের মত
পথ ভ্রমণের

অনুমতি দিয়েছিল

শ্রীকৃষ্ণকীর্তনকাব্যের রচয়িতা

ও পরে বান্ধবীর বেশে
নৌকাবহুল কোনও সুদূর ভবিষ্যতে

ফিরে আসবে বলেছিল একদিন



2 comments:

  1. ভালো লাগলো কবিতা

    ReplyDelete
    Replies
    1. ভালোবাসা জানবেন। সঙ্গে থাকুন।

      Delete