দেবরূপ সরকার



যযাতির বৃদ্ধাঙ্গুলি

যযাতির বৃদ্ধাঙ্গুলি বিষয়ে
সুস্নাভ প্রশান্তির কথা কখনোই আসেনা।

অমূলক প্রেয়সী প্রবাস থেকে
নভোচারীর চক্ষুজাত হীম
যেন এক মায়াবী দ্রিদিম লেগে
আনবিক কণাদের মতো
নিছক তরঙ্গায়িত ও
কতিপয় আকুলিবিকুলি ভরা
এ ভরাট যৌবন

যেন অখন্ড এক প্রমীলা উপাখ্যান।



তুমি বিষয়ক একটি নাতিদীর্ঘ কবিতা

যাকিছু সূক্ষ্ম ধী
তাদেরও আণবিক বিভাজিলে
এখন পঙক্তি জুড়ে
কেবলই তুমি তুমি স্তব।

এক্ষণে তুমি বিষয়ক
এক নাতিদীর্ঘ কবিতার কথা আসে

তোমার পা বিষয়ক আভিধায়
দোদুল জলযান আংশিক প্রতিভাত হয়
তোমার হাত বিষয়ক গহনে
আদুরে দালান দালান ক্ষয়

তোমার কাঁধ বিষয়ে বৃদ্ধ দাঁড়ের কথা আসে
ফলত আসে বৃদ্ধ ময়নার কথা।
তোমার নাভি ও মেরুন প্রদেশ ভাবি
যাযাবর প্রথা তার আনাচেকানাচে
জড়ায়ু বিষয়ে আসে আনাদি শমন
নিরবধী স্থানু জুরে যাতনার নিরলস সুধা

এক্ষনে তুমি বিষয়ক একটি নাতিদীর্ঘ কবিতায়
ক্রমাগত তুমি বিষয়ে লীন হয়ে যাই ক্রমশ।


এসো সুহাসিনী

এসো সুহাসিনী
তোমার বিনন্ত বনানি জুড়ে
ব্যপ্ত টম্বুর ও বিয়গান্ত নৈরিতে
তোমার হরিদ্রাভ যুযুধানে
প্রিয় এসো, এসো তোমার সুষম ট্রাপিজে
বিষম বহুভূজে তোমায় ন্যস্ত করি
বিষম গহিনে যায় পরিমাপ প্রথা
সেখানে সবুজ রাখা, সহজাত আলো
যাকিছু সুলভ, তার
যথাযথ আয়োজন থাকে।

এসো সুহাসিনী
খুলে রাখো তোমার সুবিদিত প্রভা
ও নরম মেদ
প্রখর নখ ও জিহ্বার ক্রমসমাহারে
সেখানে আসিন থাকি।

No comments:

Post a Comment