আশীষ সাহা

১।।

অর্ধেক জেগে আছি এই অবস্থায়
যা কিছু সহনশীল অথবা বাষ্পীভূত
অথবা নির্ণয় করা যাবে না
কার মুখ আনুভূমিক অস্থিরতা থেকে
ঝাঁপ দেবে প্রায়শ্চিত্ত হেতু
শুধু রেখে যেও অমলিনভাবে বিকেলের ধূসরতা
কখনো এখানে সহজ বাক্যবিনিময় হলে
তোমাকে মনে পড়বে আমার
হয়তো তীক্ষ্ণতা
শরীরে একে দিয়ো সৌরকৃষি ছাপ
গুল্মপ্রজাতির সবুজ বাতাস
যাকে ভালোবাসা শেখানো কঠিন হবে না
আবিষ্কারের পর্যায়ভূত সেই দিনলিপি ক্রমশ ক্ষয় পেতে থাকে

২।।

অপরাধ করেছি যা কিছু
সেই সব ভুলে যেতে পারো
আমার মাথা অবিচলিত জানে
তোমাকে ভালবাসার জন্য
আমাকে কোনো অপরাধ করতে হয়নি

তোমাকে শব্দদের বিশৃঙ্খল অবস্থার ভেতর নিয়ে যেতে চাইছি এখন

এটা কোনো কঠিন প্রতিশ্রুতি নয়

এমনকি পরিকল্পনা করে আমি কিছু করিনি কখনো
তুমি যদি চাও না আসতে পারো
এবং ভুলে যেতে পারো এখনের মুহূর্তগুলো কে

কিন্তু বিশেষ ভাবে মনে করতে চাই
অতুলনীয় সুগন্ধে ভেঙে যাচ্ছে খারাপ অভিজ্ঞতা

এবং আমাদের জন্য একটা সুন্দর পরিবেশ অপেক্ষা করছিল

আমার নিদ্রাহীন অবস্থা তোমাকে উৎসর্গ করেছি

জানি কোনো বিপরীত অর্থ এটা থেকে তৈরি করা যাবে না

আমার মুখস্থ হওয়া ইঙ্গিতগুলো
তুমি বেশী ব্যাবহার করো না এখন

তাই তোমাকে বুঝতে আমার অসুবিধা হয়

একবার হাত নেড়ে বিদায় জানিও
বোলো আমার জন্য অপেক্ষা করতে
তোমার ভালো লেগেছে কোনোদিন

শুধু এইটুকু নবীন অনুপ্রেরণা
মাথা পেতে নিতে চাই
জনকোলাহলের মধ্যেখানে

No comments:

Post a Comment